টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক , : 09-11-2023

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছ নিউজিল্যান্ড।এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত কিউইদের। অন্যদিকে, আসরের শেষ ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া শ্রীলঙ্কা। এমন সমীকরণে ব্যাঙ্গালুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-নিউজিল্যান্ড। এর মধ্যে শ্রীলংকার জয় ৪১টিতে, নিউজিল্যান্ডের জয় ৫১টিতে। ১টি ম্যাচ টাই ও ৮টি পরিত্যক্ত হয়েছে।

বিশ্বকাপে এর আগে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্ব মঞ্চে জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলঙ্কা। ৬টিতে জিতেছে তারা। ৫টিতে জয় আছে কিউইদের।

গত মার্চে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, দিলশান মধুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টম লাথাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com