শিক্ষার্থী-পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ সার্ভিস


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-11-2023

শিক্ষার্থী-পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ সার্ভিস

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু করেছে মেট্রোরেল। শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে বিশেষ দুটি ট্রেন উত্তরা থেকে থেকে মতিঝিল যাবে। মঙ্গলবার (৭ নভেম্বর) এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুইটি বর্তমানে চালু সব মেট্রোরেল স্টেশনে থামবে।

এই মেট্রো ট্রেন দুইটিতে শুধু এমআরটি/র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com