আজমতুল্লাহর জোড়া আঘাত, চাপে অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক , : 07-11-2023

আজমতুল্লাহর জোড়া আঘাত, চাপে অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। যেখানে জয় পেলে সেমির টিকিট নিশ্চিত হবে অজিদের। এমন সমীকরণে আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।   

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৫২ রান। ক্রিজে মারনাস লাবুশেন ৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ২ রানে ব্যাট করছেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলটির হয়ে উদ্বোধনে নামেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই এ জুটিতে আঘাত হানেন নাভিন। শূন্য রানে ফেরেন হেড।

হেডের বিদায়ে পর উইকেটে আসেন মিচেল মার্শ। উইকেটে এসেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে তাকে থামিয়ে দিয়ে ম্যাচের দ্বিতীয় উইকেপ তুলে নেন  নাভিন উল হক। আউট হওয়ার আগে ১১ বলে ২৪ করেন মার্শ।

এরপর বাইশ গজে আসেন মার্নাস লাবুশেনে। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস বড় করতে থাকেন ওয়ার্নার। আশা জাগিয়েও ব্যর্ধ হয়েছেন তিনি। আজমতুল্লাহর বলে আউট হন তিনি।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]