ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট , : 07-11-2023

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থেকে এক অজ্ঞাত নারী ভিক্ষুকের (৩০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন তথ্যটি  নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, ‘আজকে সকালে দক্ষিণ জগৎসার বাজারের শাহজালাল টিন অ্যান্ড হার্ডওয়্যারের দোকানের সামনে থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করি। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ’

এদিকে, লাশটি বেওয়ারিশ হওয়ায় এর দাফনকার্য সম্পন্ন করবে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর। মঙ্গলবার বাদ আসর লাশটি দাফন করা হবে বলে জানান  সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]