প্রথম ওভারেই লঙ্কান শিবিরে শরিফুলের আঘাত


ক্রীড়া ডেস্ক , : 06-11-2023

প্রথম ওভারেই লঙ্কান শিবিরে শরিফুলের আঘাত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। তবে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। এমন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন শরিফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ ওভার শেষে এক উইকেটে ৫ রান। ক্রিজে শূন্য রানে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ব্যাট করছেন।

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব  আল হাসান। লঙ্কানদের হয়ে উদ্বোধনে করতে আসেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। 

প্রথম ওভারেই টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে ৪ রানে ফেরেন পেরেরা।

এদিন এক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেছে বাংলাদেশ। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ :  লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, দুসমন্থ চামিরা, দিলশান মধুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com