বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্বোধনে নেমে যথারীতি তাণ্ডব চালিয়েছে রোহিত শর্মা ও শুভমান গিল। এর পর ২ ওপেনার সাজঘড়ে ফিরলেও রানের চাকা সচল রাখেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬ ওভার শেষে ২ উইকেটে ১৫১ রান।
রোহিত-গিলের ব্যাটে প্রথম ৫ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ হয় ভারতের। তবে ষষ্ঠ ওভারে গিয়ে ঘটে ছন্দপতন। কাগিসো রাবাদাকে উড়িয়ে মারতে গিয়ে টেম্বা বাভুমার তালুবন্দী হন ৪০ রান করা রোহিত। রোহিত ফিরলেও থেমে থাকেনি ভারতের রানের গতি। বিরাট কোহলি ও গিল মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। পাওয়ার প্লে শেষে দলটির সংগ্রহ ছিল ৯১ রান।
পাওয়ার প্লে ভালো কাটলেও একাদশতম ওভারে এসে ফের উইকেট হারায় ভারত। এবার কেশভ মহারাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ২৩ রান করা গিল।
ঢাকা বিজনে/এমএ/