জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ জন


ঢাকা বিজনেস ডেস্ক , : 31-10-2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ জন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২জন কে পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর)  তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেরা চলচ্চিত্র

যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’

সেরা অভিনেতা

বছরের আলোচিত ছবি ‘হাওয়া’তে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী 

‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান 

‘শিমু’ ছবিতে অভিনয়ের জন্য রিকিতা নন্দিনী শিমু 

 আজীবন সম্মাননা

 যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনা।

সেরাপরিচালক

‘শিমু’ চলচ্চিত্রের পরিচালক  সৈয়দা রুবাইয়াত হোসেন।

 পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা

 নাসির উদ্দিন খান

পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী

‘পাপ পুণ্য’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমি। 

খল অভিনেতা

‘দেশান্তর’ ছবির জন্য খল অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশীষ ভৌমিক। 

সেরা গায়ক

 যুগ্মভাবে সেরা গায়ক ‘এ মন ভিজে যায়’ গানের জন্য বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও ‘ঠিকানাবিহীন তোমাকে’ গানের জন্য চন্দন সিনহা (হৃদিতা)।

সেরা গায়িকা 

‘এই শহরের পথে পথে’ গানের জন্য সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন আতিয়া আনিসা (পায়ের ছাপ)।

সেরা গীতিকার

‘পরাণ’ ছবির ‘ধীরে ধীরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পাচ্ছেন রবিউল ইসলাম জীবন। ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের সুরের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পাচ্ছেন শওকত আলী ইমন। 

 সংগীত পরিচালক

‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন রিপন খান।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com