সুন্দরবন থেকে ৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 30-10-2023

সুন্দরবন থেকে ৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের কাছ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া ৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (৩০ অক্টোবর) সকালে সমুদ্রে টহল চলাকালে এসব জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। মোংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

খন্দকার মুনিফ তকি বলেন, ‘গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে ও ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় নেন। পরে কোস্টগার্ড এর জাহাজ তৌফিক কর্তৃক টহল চলাকালে ওই দ্বীপ থেকে ৩ জেলেকে  উদ্ধার করা হয় ‘ 

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]