ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিলো ভারত


ক্রীড়া ডেস্ক , : 29-10-2023

ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিলো ভারত

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ সংগ্রহ করেছে ভারত। ফলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২৩০ রান।

রোববার লখনৌয়ে ভারতের হয়ে ওপেনিং করতে আসেন রোহিত শার্ম ও শুভমান গিল। দারুণ সূচনার পর ৩.৬ ওভারে প্রথম উইকেট উইকেট হারায় ভারত। এসময় ১৩ বলে ৯ রান করে ফেরেন ওপেনার শুভমান গিল। এর পর ক্রিজে এসে শূন্য রানে ফিরেছেন বিরাট কোহলি। কোহলির আউটের পর ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। তিনিও এই দিন ব্যর্থ  হয়েছেন। মাত্র ৪ রানে ফিরেছেন তিনি। 

নিয়মিত উইকেট হারানোর মাঝে দলের এক প্রান্ত আগলে রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন অপর প্রান্তে ব্যাট করতে আসা লোকেশ রাহুল। এই দুইজন ব্যাটারের অর্ধশত রানের জুটিতে কিছুটা চাপ কাটিয়ে উঠে ভারত। এরই মধ্যে   রোহিত শর্মা পূর্ণ করেন ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক। 

ফিফটির দৌঁড়ে থাকা রাহুল ডেভিড উইলি বলে ভুল করে বসেন। দলীয় ৩০.২ ওভারে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন তিনি। এতে ৫৮ বলে ৩৯ রানে সাজঘরে ফিরেন রাহুল। তাতে ভেঙে যায় ৯১ রানের জুটি। এরপর মাঠে নামেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস বড় করতে থাকেন অধিনায়ক রোহিত। এরই মধ্যে দলীয় ৩৬.৫ ওভারের ভুল করে বসেন রোহিত। আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন রোহিত। যাওয়ার আগে তিনি করেন ১০১ বলে ৮৭ রান। এরপর মাঠে নামা রবীন্দ্র জাদেজাও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। 

দলীয় ৪০.৩ ওভারের আদিল রশিদের বলে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন রবীন্দ্র জাদেজা। এর পর যাওয়া আসার মঝে ভারতের কোনো ব্যাটার পিচে থিতু হতে পারেননি। শেষ দিকে ভারতের হয়ে জাসপ্রিত বুমরা ২৫ বলে ১৬ রান ও কুলদীপ যাদব করেন ১৩ বলে ৯ রান।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি২ টি করে উইকেট নেন ক্রিস ওকস ও আদিল রশিদ। আর একটি উইকেট নেন মার্ক উড।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com