৮৭ রানে হারলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 28-10-2023

৮৭ রানে হারলো বাংলাদেশ

বিশ্বকাপের নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ২৩০ রানরে লক্ষ্য ব্যাট করতে নেমে মাত্র ৪২.৩ ওভাবে সব কয়টি উইকেট হারিয়ে ১৪২ রানে গুটিয়ে গেলো টাইগাররা। এতে ৮৭ রানের বড় জয় পালো ডাচরা। 

বাংলাদেশের হয়ে লক্ষ্য তাড়া করতে নামেন শুরু থেকে ব্যার্থ বাংলাদেশ। ১৯ রানের মধ্যেই ২ ব্যাটার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারায় বাংলাদেশ।  ১২ বলে ৩ রান করে লিটন আউট হওয়ার পরের ওভারে আউট হয়েছেন তামিম। দলীয় ৫.২ ওভারে লোগান ফন বিকের বলে স্কট এডওয়ার্ডস হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তামিম। এ সময় তিনি করেন ১৬ বলে ১৫ রান। এরপর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর মতো ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। ভ্যান মেকেরিনের লাফিয়ে উঠা লেংথ ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ৫ রান করা বাংলাদেশের অধিনায়ক।

সাকিবের বিদায়ের পর আউট হয়েছেন এক প্রান্ত আগলে রাখা মিরাজও। বাস ডি লিডের বলের উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৫ রানে। টিকতে পারেননি মুশফিকুর রহিমও। ভ্যান মেকেরিনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি।

৭০ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন শেখ মেহেদী  ও মাহমুদউল্লাহ। তবে রান আউটে কাটা পড়ে হতাশায় পুড়তে হয় মেহেদীকে। দ্রুত রান নিতে গিয়ে ডি লিডের দারুণ থ্রোতে ফিরে যেতে হয়েছে ১৭ রান করা এই ব্যাটারকে। মেহেদী আউট হওয়ার পর চাপে পড়ে রান বের করতে গিয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ। 

ডি লিডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট হয়েছেন ২০ রান করা এই ব্যাটার। শেষ দিকে মুস্তাফিজের ২০ এবং তাসকিনের ১১ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। তবে লজ্জার হার থেকে ফিরতে পারেনি বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com