ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙলেন ফিলিপস


ক্রীড়া ডেস্ক , : 28-10-2023

ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙলেন ফিলিপস

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছ অস্ট্রেলিয়া। যেখানে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড যথারীতি কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে। তবে সেই জুটিতে আঘাত হেনে বড় জুটি ভেঙেছেন গ্লেন ফিলিপস। এতে  আক্ষেপ নিয়ে ৮১ রানে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯.১ ওভারে ১ উইকেটে ১৭৫ রান। ক্রিজে হেড ৯২ ও মার্শ ১ রানে অপরাজিত আছেন।

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। এভাবে নির্বিঘ্নে ১৯ ওভার কাটিয়ে দেয় এ জুটি।

ম্যাচের সপ্তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। পরের ওভারেই মিচেল স্যান্টনারকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধ শতক করেন হেডও। এ রান তুলতে তিনি খেলেছেন ২৫ বল। আর তাতেই বিশ্বকাপের দ্রুততম অর্ধ শতকের মালিক বনে গেছেন হেড।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com