টস হেরে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা


ঢাকা বিজনেস ডেস্ক , : 27-10-2023

টস হেরে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে বোলিংয়ে পাঠান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হলেও শেষ দুই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া পেসার কাগিসো রাবাদার জায়গায় একাদশে এসেছেন স্পিনার তাবরাইজ শামসি।

অন্যদিকে টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাবর আজমের দল। তবে এরপর টানা তিন ম্যাচে হারের মুখ দেখে ৯২' এর চ্যাম্পিয়নরা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারে পাকিস্তান। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় চায় তারা।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অসুস্থতার কারণে একাদশে নেই পেসার হাসান আলী। মাঠে তার স্থলবর্তী হয়েছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া ওসামা মীরের স্থলে ফিরেছেন মোহাম্মদ নেওয়াজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি ও লিজাড উইলিয়ামস।

পাকিস্তান একাদশ
 আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

/ঢাকা বিজনেস/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com