১২০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি


স্টাফ রিপোর্টার , : 25-10-2023

১২০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২০ লাখ লিটার ভোজ্যতেল ও ৬ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। দবুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ব্রিফিং করেন। 

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

অতিরিক্ত সচিব জানান, সয়াবিন তেল, রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার আলাদা আলাদা তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। সাবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই লটে মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এই লটে মসুর ডাল কিনতে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

অতিরিক্ত সচিব আরও জানান, টিসিবির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মজুমদার ব্র্যান ওয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এই লটে তেল কিনতে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিটি এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে কেনা হবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল। এই লটে সয়াবিন তেল কিনতে মোট ব্যয় হবে ১২৫ কোটি ১০ লাখ টাকা।

ঢাকা বিজনেস/তারেক/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com