গাজায় ঘণ্টাব্যাপী ইসরায়েলের হামলা, নিহত ৫০


আন্তর্জাতিক ডেস্ক , : 25-10-2023

গাজায় ঘণ্টাব্যাপী ইসরায়েলের হামলা, নিহত ৫০

গাজা উপত্যকায় ইসরায়েলের ঘণ্টাব্যাপী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ফের গাজা হামলা চালিয়েছে  ইসরায়েল। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এরআগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সামরিক বাহিনী সোমবার হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল।

হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইয়েলর ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু ও ১ হাজার ৪০০  নারীসহ ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]