টেকনাফে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার


কক্সবাজার সংবাদদাতা , : 12-01-2023

টেকনাফে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে আড়াই কোটি টাকার ২০টি সোনার বার ও কারেন্ট জালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‌‘বুধবার রাত ৯টার দিকে উপজেলার শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীর পাড়ে কেওড়া বাগানে অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করা হয়।’

আটক মো. ইয়াছ নূর (২২) শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার জাকারিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা সোনার বারগুলোর দাম আনুমানিক ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা ইফতেখার।

তিনি বলেন, ‘অভিযানের সময় দেখতে পাই এক ব্যক্তি হাতে মাছ ধরার জাল নিয়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পায়ে হেঁটে বেরিবাঁধের দিকে আসছে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জালসহ তাকে আটক করা হয়।’

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুই জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তাফহীমুল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com