সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ‘জেকে ১৯৭১’


ঢাকা বিজনেস ডেস্ক , : 12-01-2023

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ‘জেকে ১৯৭১’

অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো নির্মাতা ফাখরুল আরেফিন খান পরিচালিত  ‘জেকে ১৯৭১’। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। 

আগামী ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি।

 বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। ঐতিহাসিক এই ঘটনা অবলম্বন করে নির্মিত হয়েছে সিনেমা ‘জেকে ১৯৭১’।  সিনেমাটির পরিচালক জানান, ‘সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে তাদের অভিমত জানিয়েছেন। আশা করছি, দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি শিগগরিই মুক্তি দেওয়া হবে।’

ইতোমধ্যে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক পুরস্কার। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া, আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]