রামপালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 24-10-2023

রামপালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার(২৪ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রেটির দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম তথ্যটি নিশ্চিত করেছেন।  

আনোয়ারুল আজিম জানান, ভোর ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরিক্ষামুলক উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুতে দ্বিতীয় ইউনিটে থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন যায়। এর পরে কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com