টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


টাঙ্গাইল সংবাদদাতা , : 22-10-2023

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার(২২ অক্টোবর) বিকেলে উপজেলার   দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের এ দুর্ঘটনা ঘটে।  ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন এতথ্যটি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের আবু’র ছেলে মো. রনি (১৮) ও ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘বিকেলে  উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুই মোটর সাইকেলে থাকা দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীণ অবস্থায় তাদের মৃত্যু হয়।’

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]