গাজায় রাতভর ইসরাইলি হামলা, ৫৫ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক , : 22-10-2023

গাজায় রাতভর ইসরাইলি হামলা, ৫৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৫৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। বার্তা সংস্থার এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলি সেনাবাহিনী। 

সামরিক মুখপাত্রের এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এতে ৫৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে হাগারি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

চলতি মাসের ৭ অক্টেবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা করে হামাস। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। তাদের এ হামলায় ইসরাইলের ১৪০০ মানুষ নিহত হন। আর আহত হন অন্তত ৪ হাজার। গত ৫০ বছরের ইতিহাসে কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেলো।

হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এসব হামলায় গাজায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।

 ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com