টস জিতে বোলিংয়ে ভারত


ক্রীড়া ডেস্ক , : 22-10-2023

টস জিতে বোলিংয়ে ভারত

বিশ্বকাপের ২১তম ম্যাচে আজ ধর্মশালায় মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে অপরাজিত রয়েছে ভারত-নিউজিল্যান্ড। তাই এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মাঝে রয়েছে তুমুল উত্তেজনা। নিজেদের পঞ্চম ম্যাচে যারা জিতবে তাদের সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত বলা চলে। এমন সমীকরণে রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় টস জিতে  নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ  জানিয়েছে  ভারত।

ম্যাচটিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুরের বদলে খেলবেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। তবে নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের মতোই তিনজন পেসারও দুইজন স্পিনার নিয়ে খেলবে কিউইরা।

ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত মুখোমুখি ১১৬ দেখাতে ৫৮ জয় ভারতের আর ৫০ জয় নিউজিল্যান্ডের। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই ও ১টি ম্যাচ ড্র হয়েছে। এ দিকে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। ৮ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় রয়েছে ৩টিতে। 

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com