এক ভোল মাছেই ৮ লাখ টাকা


ঢাকা বিজনেস ডেস্ক , : 12-01-2023

এক ভোল মাছেই ৮ লাখ টাকা

গভীর সমুদ্রে ধরা পড়েছে সমুদ্রের সোনাখ্যাত ভোল মাছ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে খুলনার রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তে মাছটি আনা হলে দুপুর পর্যন্ত দাম উঠেছে ৮ লাখ টাকা। মাছটির ওজন ২৩ কেজি ৬৮০ গ্রাম। বড় মুখের ভোল মাছটি দেখতে অনেকে ভিড় জমাচ্ছেন। 

সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে ভোল মাছটি ধরে নিয়ে এসেছেন সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের জেলে মাসুম বিল্লাহ। তিনি বলেন, ‘গত ১০ জানুয়ারি ভোর ৬টার দিকে  মাছটি ভেহেন্দিজালে ধরা পড়ে। মাছটির প্রথম দাম উঠেছিল প্রতিকেজি ৪০ হাজার টাকা। সে হিসেবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে সিন্ডিকেট করে ওরা দাম কমিয়ে দেয়। তাই মাছটি সেখানে বিক্রি না করে বাজারে নিয়ে এসেছি।’

মাসুম বিল্লাহ আরও বলেন,  ‘ভোল মাছ খুবই কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়।  এখানে ভালো দাম না পেলে অন্য জায়গায় নিয়ে বিক্রি করবো।’

কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্স পরিচালক মো. আবু মুছা বলেন, ‘ভোল মাছ আগে কখনো দেখিনি। এটি একটি দুষ্প্রাপ্য মাছ।’ 

ঢাকা বিজনেস/তুরান/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com