ওপেনিং জুটিতে ২০০ পার অস্ট্রেলিয়ার


ক্রীড়া ডেস্ক , : 20-10-2023

ওপেনিং জুটিতে ২০০ পার অস্ট্রেলিয়ার

ওপেনিং জুটি ওয়ার্নার-মার্শের দুই শতাধিক রানের পার্টনারশিপে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারে নতুন জীবন পাওয়া ওয়ার্নার ঝড় তুলেছেন ব্যাটে। তাকে সঙ্গ দিচ্ছেন মিশেল মার্শও।

এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১৫ রান তুলেছে। ক্রিজে থাকা ওয়ার্নার ৮৫ বলে ১০০ রান করেছেন। মার্শ করেছেন ১০১ বলে ১০০ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় এই ম্যাচে লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলটির একাদশে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা, জস হ্যাজলউড।

পাকিস্তান একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইফতিখার, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com