৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন


স্টাফ রিপোর্টার , : 20-10-2023

৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ ফের পেছানো হয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোরেল লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব বলেন, ‌‘প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনো কারণ নেই।’

এর আগে ২০ অক্টোবর মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়।  

ঢাকা বিজনেস/এইচ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com