নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-10-2023

নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।  

ইইউ’র চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দুই মাস ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য থাকবেন। 

এ সময় তাদের ৪ সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।

/ঢাকা বিজনেস/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com