আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর


স্টাফ রিপোর্টার , : 18-10-2023

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ অক্টোবর) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা কেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪০ হাজার প্রার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

প্রসঙ্গত, বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে ৩ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এরপর চূড়ান্ত উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে সনদ পান। সনদ লাভের পর বিভিন্ন জেলা বার-এ যোগদান করে তারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com