বৃষ্টিতে বিলম্বিত দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের টস


ক্রীড়া ডেস্ক , : 17-10-2023

বৃষ্টিতে বিলম্বিত দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের টস

চলমান বিশ্বকাপের ১৫তম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ধরমশালায় পিচ ভেজা থাকায় বিলম্বিত হয়েছে ম্যাচের টস। বৃষ্টির জন্য টসের সময় খানিকটা পিছিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি।

এবারের বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলংকা আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রতাপের সঙ্গে হারিয়ে বেশ চনমনে মেজাজে আছে প্রোটিয়ারা।

অন্যদিকে ডাচরা হেরে গেছে নিজেদের দুই ম্যাচেই। তারা চাইবে প্রোটিয়াদের হারিয়ে আফগানদের মতো অঘটনের জন্ম দিতে। নিজেদের সবশেষ দেখায় প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল নেদারল্যান্ডস।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com