বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/ বালিকা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজউদ্দিন ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সিগ্ধা আখতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল ইসলাম টুটুল, সদস্য জাকিয়া সুলতানা, অ্যাডোনিস বাবু তালুকদার প্রমুখ।
এর আগে কোরআন ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর উড়িয়ে দিয়ে প্রধান ও টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সদর ও ধুনট উপজেলা দল অংশগ্রহণ করে।
ঢাকা বিজনেস/এইচ