বাঁশঝাড়ে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান


বগুড়া সংবাদদাতা , : 15-10-2023

বাঁশঝাড়ে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

বগুড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর পিটি-৬  প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়া এয়ারফিল্ডের পাশে শিমুলিয়া গ্রামের এক বাঁশঝাড়ে বিমানটি আছড়ে পড়ে। এতে  হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ বিমানটি দূর্ঘটনায় পতিত হলেও পাইলটগণ সুস্থ রয়েছে।

প্রত্যক্ষদশীর্দের বরাত দিয়ে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলের (এয়ারফিল্ড) একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টার দিকে শিমুলিয়া গ্রামের শাহ্ জামানের বাড়ির পাশের বাঁশ ঝাড়ের ওপর এসে পড়ে।’

মুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বিমানের ভেতর থেকে দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।  তবে ওই ঘটনায় বাড়ির মালিক শাহ জামানের ৮ বছর বয়সী ছেলে শাহেদ কিছুটা আঘাত পেয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]