ব্যাটিং বিপর্যয়ে কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-10-2023

ব্যাটিং বিপর্যয়ে কিউইদের ২৪৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ম্যাচের প্রথম বলেই লিটনের উইকেট হারানোর পর ছন্দ ফিরে পাবার আশা জাগিয়েছিলেন তানজিদ তামিম ও মিরাজ। তবে দলের স্কোর ৫৬ রান যোগ করতে ৪ উইকেট হারায় টাইগাররা। সেই চাপ সামলে সাকিব-মুশফিকের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

ইনিংসের প্রথম বলেই ফিরেছেন লিটন। ট্রেন্ট বোল্টের বলে লেগ সাইডে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার। লকি ফার্গুসনের বলে একই ধরনের আউট হয়েছেন তানজিদ তামিম।

মেহেদী মিরাজকেও ফিরিয়েছেন ফার্গুসন। ১২ ওভারের মধ্যে তিন উইকেট হারানোর পর ১৩ তম ওভারের প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেন সাকিব।  দুজনে মিলে গড়েন ৯৬ রানের জুটি। বাংলাদেশ ইনিংসের ৩০ তম ওভারে লকি ফার্গুসনের বলে সাকিব ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে সেই জুটি। 

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফেরেন তিনি। এদিন  দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের  ইনিংস খেলেন তিনি।

পরক্ষণেই বিদায় নেন তাওহিদ হৃদয়। ফলে আবার বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর মধ্যে মিচেল স্যান্টনারের ঘূর্ণির ফাঁদে পড়েন তাসকিন আহমেদ। সেই রেশ না কাটতেই সাজঘরে যান মুস্তাফিজুর রহমান। একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষদিকে ২টি করে চার-ছক্কায় ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন সাইলেন্ট কিলারখ্যাত মাহমুদউল্লাহ। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের লড়াকু পুঁজি সাকিব বাহিনী।

নিউজিল্যান্ডের হয়ে ফার্গুসন নেন ৩ উইকেট ও ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ড। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com