শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠলো আফগানিস্তান। বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি'র এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। চারটি বড় ধরনের আফটারশকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ২ হাজারেরও বেশি মানুষ।
ঢাকা বিজনেস/এমএ/