ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু


টাঙ্গাইল সংবাদদাতা , : 11-01-2023

ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও  ৫ জন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে  ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।  ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘তাৎক্ষণিক মৃতদের  নাম-পরিচয় জানা যায়নি। তবে, মৃতদের মধ্যে একজন শিশু ও দুই জন নারী।’

ওসি আরও বলেন, ‘গুরুতর আহত ৫ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঢাকা বিজনেস/নোমান/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com