নরসিংদীর চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন


নরসিংদী প্রতিনিধি , : 11-10-2023

নরসিংদীর চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন

'আমি হব বিজ্ঞানী' স্লোগান নিয়ে নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব 'অনুসন্ধান' উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। তিনি বলেন, 'বর্তমান যুগ বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্ব ভূখণ্ড জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যোমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।'

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের ৭৫ জন সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং দেয়াল পত্রিকা প্রদর্শন করেন। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বিশুদ্ধ পানি, পরিবেশ দূষণ, ইন্টারনেট ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, জ্যোতির্বিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।

ঢাকা বিজনেস/মাহমুদ/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]