ইংল্যান্ড শিবিরে সাকিবের হানা


স্পোর্টস ডেস্ক , : 10-10-2023

ইংল্যান্ড শিবিরে সাকিবের হানা

অবশেষে উইকেট পেলো বাংলাদেশ। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। ১৭.৫ ওভারে সাকিবের বলে বোল্ড হলেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। ৫৯ বলে ৫২ রান করে আউট হলেন তিনি। অনেক কষ্টে একটি উইকেট ফেলতে পেরে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। অপর ওপেনার ডেভিড মালান এখনো অপরাজিত ৬১ রানে। নতুন ব্যাটসম্যান এসেছেন জো রুট। তবে আগের মতোই মারমুখী ব্যাট চালাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। ২০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২৮ রান। 

ঢাকা বিজনেস/ইউ /এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]