কিউই স্পিনে ডাচদের পরাজয়


ক্রীড়া ডেস্ক , : 10-10-2023

কিউই স্পিনে ডাচদের পরাজয়

ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে কিউইদের দেওয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে ২২৩ রানেই গুটিয়ে যায় ডাচরা। ৫৯ রান খরচায় আসরের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েছেন স্যান্টনার। ৯৯ রানের বড় জয় নিয়েই এদিন মাঠ ছাড়ে লাথামের দল। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল নেদারল্যান্ডসের। নতুন বলে বোল্ট-হেনরিদের সামলে ৩৬ বল স্থায়ী হয়েছিল ডাচদের উদ্বোধনী জুটি। তবে এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে তারা। 

ডাচদের হয়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যান কলিন অ্যাকারম্যান। এই অভিজ্ঞ ব্যাটার থেমেছেন ৭৩ বলে ৬৯ রান করেন। অধিনায়ক এডওয়ার্ডস শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ২২৩ রানে থেমেছে ডাচরা।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com