টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি , : 09-10-2023

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় গোলাপ খান (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত জুটমিল-কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি আঞ্চলিক রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।  ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ এই তথ্য নিশ্চিত করেন।

নিহতের শ্যালক মতিয়ার রহমানের বরাত দিয়ে ওসি জানান, গরমের কারণে সন্ধ্যায় বাড়ির পাশে রেললাইনের ওপর বসেছিল তিনি। ভূঞাপুর থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি লোকাল ট্রেন ঝনঝনানিয়া পৌঁছলে বিষয়টি টের পাননি তিনি।

ওসি আরও জানান, এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে যান। পরে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান স্বজনরা। তিনি দীর্ঘদিন যাবৎ কানে কম শুনতেন। খুলনার একটি জুটমিলে কর্মচারী হিসেবে চাকরি করতেন তিনি।

ঢাকা বিজনেস/নোমান/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com