আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 07-10-2023

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

 শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্বীকৃত ওপেনার হিসেবে বাংলাদেশ একাদশে আছেন লিটন দাস ও তানজিদ হাসান। পেস অ্যাটাকে রাখা হয়েছে-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমাকে। স্পিন বিভাগ সামাল দিবেন সাকিব ও মেহেদি হাসান মিরাজ। একাদশে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে সুযোগ হয়নি নাসুম আহমেদ, মাহেদি হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসানের।

এখন পর্যন্ত ১৫ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশ ৯ ম্যাচে এবং আফগানিস্তান ৬ ম্যাচে জয়ী হয়েছে। 

বাংলাদেশ একাদশ 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ 
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন-উল-হক ও ফজলহক ফারুকি।

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]