সিকিমে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০


ঢাকা বিজনেস ডেস্ক , : 06-10-2023

সিকিমে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় নিখোঁজ রয়েছে বহু মানুষ। শুক্রবার (৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর বন্যায় সিকিমে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এটি ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে খারাপ বিপর্যয়গুলির মধ্যে একটি। রাজ্যটির প্রায় ২২ হাজার মানুষের জীবন ক্ষতির মুখে ফেলেছে এই বন্যা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিকিমের বিভিন্ন স্থানে আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী।

বাসিন্দা বাসিন্দা রিভার রাফটিং ব্যবসায়ী জাভেদ আহমেদ আনসারি বলেন, ‘আমাদের কাছে ভোর ৩ টায় কল আসে যে  নদীর স্তর বাড়তে পারে ও সঙ্গে সঙ্গে আমরা জীবন বাঁচানোর জন্য দৌড়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা জঙ্গলের মধ্যে পাহাড়ের দিকে ছুটে গেলাম। আমি ঘরবাড়ি ভেসে যেতে দেখলাম। আমি এখন শুধু আমাদের বাড়ির প্রথম তলা দেখতে পাচ্ছি যা বালিতে ভরা, সবকিছুই তলিয়ে গেছে।’

আবহাওয়াবিদের মতে, ঘণ্টায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় ১০ সেন্টিমিটার অথবা আধঘণ্টায় পাঁচ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে সেটাকেই মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট বলা হয়। মূলত সেই বৃষ্টিপাতের পর পার্বত্য সিকিম রাজ্যের লোনাক হ্রদ বুধবার উপচে পড়ে ও এর ফলে বড় বন্যা দেখা দেয়।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com