আয়শা রহমান মনিকা, একাধারে একজন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে যেমন কাজ করেছেন, তেমন অনেক নাটকেও অভিনয় করেছেন। আবার বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন।
তবে, এবার প্রথম সিনেমায় অভিনয় করেছেন। ধ্রুব হাসান পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে সুলতানা চরিত্রে দেখা যাবে তাকে।
এরই মধ্যে সিনেমাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘অরল্যান্ডো ফিল্ম ফ্যাস্টিভাল ২০২৩’-এ প্রদর্শনের জন্য সিলেক্টেড হয়েছে।
আয়শা মনিকা প্রথম রেহানা সাদমানী কণার পরিচালনায় ‘অভিমান’ নাটকে অভিনয় করেন। পরে একই পরিচালকের ‘হারিয়ে খুঁজি’, লুৎফুন্নাহার মৌসুমীর ‘ভজকট’, গিয়াস উদ্দিন সেলিমের ‘রোদ’, ‘অতঃপর’, ‘ওয়ারিশনামা’; সুমন আনোয়ারের ‘ছায়াবৃক্ষের রাজকন্যা’সহ বেশকিছু টেলিফিল্ম, খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন।
পিপলু আর খানের গ্রামীণফোন, পুর্ণাভা, ট্যাং; রেদওয়ান রনির ‘স্পিরিট অব রমাদান’, অমিতাভ রেজার ‘ডানো’, মেজবাউর রহমান সুমনের ‘মনিমিক্স’, আদনান আল রাজীবের ‘বাংলালিংক’সহ বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। চ্যানেল আইসহ বেশকিছু চ্যানেল এবং স্টেজ মৌসুমে বিভিন্ন স্টেজ শোর উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মনিকা বলেন, ‘অভিনয় জীবনে আমার পথচলার সময়টা খুব যে বেশিদিনের এমনটা নয়। তারপরও আমি কিছু গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। হোক তা নাটক কিংবা বিজ্ঞাপন। যে কারণে অভিনয়ের প্রতিই ভালোবাসাটা আমার বেশি। আমি অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেও ভালোবাসি। বেশকিছু নাটকে কাজ করার সুযোগ হয়েছে আমার। তবে এখন আসলে অপেক্ষায় আছি দেশে দাহকাল সিনেমাটি মুক্তির। এ সিনেমায় সুলতানা চরিত্রে আমাকে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ ধ্রুব হাসান অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।’
ঢাকা বিজনেস/এন