ইবি'র চারুকলা বিভাগে 'প্রজাপতি বরণ'


ইবি প্রতিনিধি , : 04-10-2023

ইবি'র চারুকলা বিভাগে 'প্রজাপতি বরণ'

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (নবীন) শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান 'প্রজাপতি বরণ' নামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের অতিথি ও নবীন শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। তিনি বলেন, 'চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অনেক আগ্রহ ও উদ্দীপনা। আমার মনে হয় এই বিভাগ আন্তজার্তিক পর্যায়েও সাফল্য লাভ করবে।' এ সময় বিভাগের উন্নতি ও নিজেদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের এগিয়ে যেতে নির্দেশনা দেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের খ্যাতনমা শিল্প শিক্ষক শুভা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম, রায়হান উদ্দীন ফকির, রফিকুল ইসলাম, তানিয়া আফরোজ ও অনিন্দিতা হাবীব। এসময় বিভাগটির সব বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগটির অন্যান্য শিক্ষক ও প্রথম ব্যাচের শিক্ষার্থীরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে নবীন শিক্ষার্থীরাও নিজেদের স্বপ্ন ছোঁয়ার অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় নাচ, গান, কবিতা, নাটকসহ নানা ধরনের পরিবেশনায় মেতে উঠেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বিজনেস/নাজমুল/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com