বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ


বাগেরহাট প্রতিনিধি , : 03-10-2023

বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী এমভি ইয়োমান ওরলা নামক একটি বানিজ্যিক জাহাজ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিং এর ম্যানেজার অসিম সাহা বিষয়টি নিশ্চিত করেন। 

অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগষ্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এই বানিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। জাহাজটি মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে। আমদানি করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। 

এর আগে ১১জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]