‘নতুন করে ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব’


স্টাফ রিপোর্টার , : 03-10-2023

‘নতুন করে ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব’

যুক্তরাষ্ট্রের ভিসানীতির ব্যাপারে কথা বলেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অবস্থান পরিষ্কার করলেন এই এলিট ফোর্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘২০২১ সালের ডিসেম্বরে ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সুতরাং নতুন করে ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব।’ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, ‘আমরা মনে করি র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের বিষয়। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’

কমান্ডার মঈন বলেন, ‘আপনারা  জানেন, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মতো নতুন একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ করেছে র‍্যাব। এটি কিন্তু কম কথা নয়। আরও অনেক কাজ করছি। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। র‍্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’

নির্বাচনকে সামনে রেখে সাগর আলীর মতো সিরিয়াল কিলার জামিনে বেরিয়ে আসা এবং নতুন করে কোনো সন্ত্রাস করার বিষয়ে জানতে চাইলে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সবসময়ই তৎপর। তবে, কোনো সন্ত্রাসীর জামিন নেওয়ার ব্যাপারে আমরা জানি না। এটা আদালত বা আইন প্রনেতারা জানেন। তবে, আমরা সুপারিশ করতে পারি যে, নির্বাচনের আগে তাদের যাতে জামিন না হয়।’

এদিকে, বহুল আলোচিত ও ক্লুলেস ঢাকার আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যায় অভিযুক্ত মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গাজীপুরের শফিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় বহুতল ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করে। পরবর্তীতে ওই ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের ১২ বছরের সন্তানের অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রাতে (২ অক্টোবর) র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-০৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতা সাগর আলী (৩১) ও তার অন্যতম সহযোগী (স্ত্রী) ঈশিতা বেগমকে (২৫) গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, আসামিদের কাছ থেকে হত্যাকান্ডের সময় লুটকৃত আংটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। প্রথমে অর্থের লোভে ও পরবর্তীতে কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ক্ষোভ থেকে ওই হত্যাকান্ডটি সংঘটিত করে।

ঢাকা বিজনেস/এম/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com