একদিন বন্ধের পর হিলিবন্দর চালু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি , : 03-10-2023

একদিন বন্ধের পর হিলিবন্দর চালু

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের চালু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

চলন্ত বলেন, 'সোমবার (২ সেপ্টেম্বর) ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি ছিল। সে কারণে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।'

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, 'আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম চালু ছিল।' 

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, 'সোমবার গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।'

ঢাকা বিজনেস/বুলু/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com