সেপ্টেম্বরে বিও বেড়েছে সাড়ে ৩ হাজার


স্টাফ রিপোর্টার , : 02-10-2023

সেপ্টেম্বরে বিও বেড়েছে সাড়ে ৩ হাজার

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। এই মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএল সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৬২৪টি বিও হিসাব বেড়েছে। সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ২ হাজার  ৮৪২টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে। আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬২২টি বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৭৩৭টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টিতে। সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬০টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৬০৭টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে  ১৬ হাজার ৬০৭টিতে।

সিডিবিএল সূত্র আরও বলছে, সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে। সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০১টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৬১টিতে।

ঢাকা বিজনেস/তারেক/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]