দীর্ঘ বিরতির পর অভিনয়ে রিচি সোলায়মান


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-01-2023

দীর্ঘ বিরতির পর অভিনয়ে রিচি সোলায়মান

অভিনয় থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী ও দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছিলেন তিনি। মাঝে মাঝে বেড়াতে আসতেন দেশে। বিশেষ দিবসের নাটকে মাঝেমধ্যে দেখা যেতো তাকে।

বেশ কয়েক দিন হলো দেশে অবস্থান করছেন রিচি। এরই মধ্যে একটি নাটকে কাজ করেছেন তিনি। নাম ‘মৎস্য কন্যা’। 

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। আর নাটকটিতে রিচি সোলায়মানের সঙ্গে থাকছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল, সৈকত সিদ্দিক প্রমুখ কুশলী। 

দীর্ঘ বিরতির পর অভিনয় করা প্রসঙ্গে রিচি বলেন,‘অনেক দিন পর নাটকে কাজ করলাম। অসাধারণ একটি গল্প। সমুদ্র উপকূলের মানুষের জীবন-সংগ্রামের উপাখ্যান। আসলে কাজের ডাক তো অনেক পাই। তবে এমন চ্যালেঞ্জিং চরিত্র কম। তাই এটি পেয়ে আর না করতে পারিনি।’ শিগগিরই নাটকটি প্রচার হবে।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]