রিজার্ভ ঠিক করতে রপ্তানি-রেমিট্যান্স বাড়াতে হবে: সালমান এফ রহমান


স্টাফ রিপোর্টার , : 02-10-2023

রিজার্ভ ঠিক করতে রপ্তানি-রেমিট্যান্স বাড়াতে হবে: সালমান এফ রহমান

নতুন সরকারকে রিজার্ভ ঠিক করার জন্য প্রথমেই রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এখন সবাই ব্যস্ত, কারণ সামনে নির্বাচন। নির্বাচনের পর নতুন সরকার এলে সব কিছু ঠিক হবে।’

রোববার (১ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস উইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘সৌজন্য সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় ইইউ প্রতিনিধিদল।’

দেশের রিজার্ভ স্বস্তিতে আছে দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘রিজার্ভ নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমার কথা হলো যদি ২১ বিলিয়ন রিজার্ভ হয়, তাহলে চার মাস এক্সপোর্ট করতে পারবো। ফোর মান্থ রিজার্ভ ইজ ভেরি কমফোর্টেবল রিজার্ভ। অনেক দেশ আছে যাদের রিজার্ভ দিয়ে দুই মাস ও এক মাস এক্সপোর্ট করা যায়। তারপরও তারা কিন্তু ম্যানেজ করতে পারে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে কথা হয়েছে। আমরা বলছি এগুলো আমরা ম্যানেজ করছি। এক্সচেঞ্জ ম্যানেজ ভালো করেছি, এখন ডলার ১১০-এ এসেছে। মূল্যস্ফীতিও আমাদের খেয়াল করতে হবে।’

তিনি বলেন, ‘আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই। মূল্যস্ফীতির চাপ ও রিজার্ভ সংকট উত্তরণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে।’

সালমান এফ রহমান বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের এখনো কনসেশনাল রেটে লোন দিচ্ছে। তারা বলেছে, তোমরা যদি চাও তাহলে নন–কনসেশনাল রেটে আরও ঋণ নিতে পারো। এর জন্য তারা ৫ শতাংশ চার্জ করবে। সেটা অনেক বেশি। আমরা তো প্রায় ২ শতাংশ দিয়ে পেয়ে থাকি। তবে গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশে উন্নীত) হয়ে গেলে, সেটা তো আর পাওয়া যাবে না। সেটাও একটা বিষয়।’

নতুন সরকার কারা হচ্ছে সে বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলছি না যে নতুন সরকারে আমরাই আসবো। তবে, আশা তো করতেই পারি। তখন অর্থনীতি আরও সমৃদ্ধ করতে নজর দেওয়া হবে। এখনো কিন্তু আমরা ভালো অবস্থানে রয়েছি।’ 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com