ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক


আন্তর্জাতিক ডেস্ক , : 30-09-2023

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক

ভারী বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। কোমর সমান পানিতে ডুবে গেছে শহরের কোনো কোনো এলাকা। অচল হয়ে গেছে শহরের কয়েকটি পাতাল রেল ও বিমানবন্দর। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লাগুয়ার্ডিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার আপলোড করা বিভিন্ন  ছবিতে দেখা গেছে চলাচালকারী অনেকে কোমর সমান পানির উপর দিয়ে হাঁটছেন।

মেয়র এরিক অ্যাডামস, রাস্তা অবরুদ্ধ ও পাতাল রেল স্টেশন প্লাবিত হওয়ায় লোকজনকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনি যদি বাড়িতে থাকেন তবে ঘরে থাকুন। আপনি যদি কর্মক্ষেত্রে বা স্কুলে থাকেন তবে আপাতত আশ্রয় নিন, আমাদের কিছু  প্লাবিত হয়েছে ও শহরের চারপাশে চলাফেরা করা অত্যন্ত কঠিন।


নিউইয়র্ক গভর্নর ক্যাথি হচুল জানান, কিছু এলাকায় রাতারাতি ১৩ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ব্রুকলিন শহরের কিছু অংশে এক রাতেই ১৮ দশমিক ৪১ সেমি বৃষ্টিপাত হয়েছে।

বন্যায় সবচেয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে নিউইয়র্ক মেট্রোপলিটান এলাকায়। পানি ঢুকে বেশ কয়েকটি পাতাল রেল তথা মেট্রোরেল অচল হয়ে গেছে। এমনকি মহাসড়কগুলোও কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার বাস-ট্রাক রাস্তায় বন্ধ হয়ে পড়ে আছে। অসংখ্য প্রাইভেট গাড়ি পানিতে তলিয়ে গেছে।

 বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। তলিয়ে গেছে ফুটপাত। বৃষ্টি না কমায় পানি নামতে পারছে না। 

সবচেয়ে বেশি ক্ষতির শিকার এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com