তানজিদ-লিটনের শত রানের জুটি


ক্রীড়া ডেস্ক , : 29-09-2023

তানজিদ-লিটনের শত রানের জুটি

বিশ্ব কাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। তানজিদ তামিম ও লিটন দাস গড়েছেন ১০০ রানের জুটি। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে চলেছেন এই ২ ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ৬৪ বলে ৫৬ ও লিটন ৫০ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের দলীয় সংগ্রহ বিনা উইকেটে ১২৪ রান। 

প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন এই ম্যাচে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ১০৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায় লঙ্কানরা। নাসুম আহমেদের করা ১৫তম ওভারে ক্যাচ নেন শান্ত। পরের ওভারেই দ্বিতীয় উইকেটের দেখা পায় টাইগাররা। 

২ রান করা সামারাবিক্রমাকে ফেরান মাহেদী। হাফ সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কার ক্যাচ নিজের বলে নিজেই নেন মাহেদী। ৩২ বলে ১৮ রান করা আসালাঙ্কাও শিকার হন এই স্পিনারের। 

নিসাঙ্কা ছাড়া অর্ধ-শতকের দেখা পান ধনঞ্জয়া ডি সিলভা। ৭৯ বলে ৫৫ রান করেন তিনি। দুর্দান্ত ক্যাচে তাকে আউট করেন অভিজ্ঞ রিয়াদ। পুরো ম্যাচ জুড়েই দারুণ কিছু ফিল্ডিং করেছেন তিনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাহেদী। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com