হিলিতে বাড়লো মরিচের ঝাল, সবজিতেও অস্বস্তি


আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) , : 29-09-2023

হিলিতে বাড়লো মরিচের ঝাল, সবজিতেও অস্বস্তি

দিনাজপুরের হিলিতে এক সপ্তহের ব্যবধানে কাঁচা মরিচসহ প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছে।  কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা । গত সপ্তাহে শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রতিকেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। এভাবে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। 

সাধারণ ক্রেতারা বলছেন, লাগামহীনভাবে কাঁচা সবজির দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন, সম্প্রতি টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজির উৎপাদন কম হয়েছে। এ কারণে বাজারে সরবরাহ কম। তাই দামও বেড়েছে। বাজারে সরবরাহ বেড়ে গেলেই দাম স্বাভাবিক হয়ে আসবে। 

হিলি বাজারে কথা হয় স্টেশনের রোডের মো. জাকির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি শ্রমিকের কাজ করি। বাজারে কাঁচামরিচ কিনতে এসেছি। দাম শুনেই তো চোখ কপালে উঠলো। ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম ৬০ টাকা। অথচ গেলো শুক্রবারই ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলাম ৩০ টাকা দিয়ে। তাই আজ ২৪ টাকা দিয়ে ১০০ গ্রাম কাঁচা মরিচ কিনতে হলো।’

আরেক সবজি ক্রেতা মো. সামিউল ইসলাম বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে প্রতিটি কাঁচা সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতিকেজি আলু ৪০ টাকা দরে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৩০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকায়।  ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৩০ টাকার ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।’

খুচরা সবজি বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, ‘আমরা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে যে-দাম দিয়ে কিনে আনি, তার থেকে কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভ রেখে বিক্রি করি। কাঁচা পণ্য অনেক সময় অবিক্রিত থাকে। পচে নষ্ট হয়ে যায়। অনেক সময় ফেলে দিতে হয়। তাই ১০ টাকা পর্যন্ত লাভ ধরে বিক্রি করতে হয়।’

পাইকারি সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি বাজারে যে-সব কাঁচা সবজি বিক্রি হয়, সেগুলো পাশের উপজেলা পাঁচবিবি ও বিরামপুর থেকে কিনে আনতে হয়। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়। এ কারণে মোকামে সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়ে গেছে। আজ  থেকে আকাশের অবস্থা একটু ভালো দেখা যাচ্ছে । আশা করছি, ফসলের ক্ষেত থেকে পানি নেমে গেলেই বাজারে সবজরি সরবরাহ বাড়বে। তখন দামও কমে আসবে।’ 

ঢাকা বিজনেস/এনই



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]