ভিসতার সেরা মার্কেটার হলেন ৩ বিভাগীয় কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক , : 10-01-2023

ভিসতার সেরা মার্কেটার হলেন ৩ বিভাগীয় কর্মকর্তা

গত বছরের সেলস বা বিক্রয় সাফল্যের ভিত্তিতে ২০২৩ সালে ভিসতার সেরা মার্কেটার হয়েছেন ভিসতার তিন কর্মকর্তা। ৭ জানুয়ারি (শনিবার) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে ওই তিন ডিভিশনাল ম্যানেজারের (বিভাগীয় কর্মকর্তা) হাতে ক্রেস্ট এবং বিদেশ সফরের রেপ্লিকা টিকিট তুলে দেয় ভিসতা কর্তৃপক্ষ। 

ভিসতা পার্টনার্স মিট ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে কয়েকশ’ ব্যবসায়ী এবং ভিসতার বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি পরিমাণে ভিসতা পণ্য বিক্রি করেন যারা, পুরস্কৃত করা হয় তাদের। তারা তিনজনই ভিসতার ডিভিশনাল ম্যানেজার। 

বেস্ট মার্কেটার তালিকায় প্রথম হন রাজশাহীর এইচ এম আশরাফ। পুরস্কার হিসেবে ক্রেস্টের সঙ্গে তিনি উপহার হিসেবে পেয়েছেন থাইল্যান্ড ট্যুর। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের সাদেক হোসেইন। তিনি পেয়েছেন দার্জিলিং ট্যুর। তৃতীয় হয়েছেন রংপুরের মো. হানিফুর রহমান, তিনি জিতেছেন কক্সবাজার ট্যুর।

এইচ এম আশরাফ বলেন, ‘এই পুরস্কার কাজের প্রতি স্পৃহা, ভালোবাসা আরো বাড়িয়ে দিলো। আগামী দিনগুলোতে আরো ভালো করতে হবে সেই প্রতিজ্ঞা থাকলো। ভিসতা আমাদের প্রাণের ব্র্যান্ড। ভিসতাকে আমরা সেরা ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। ভিসতার স্লোগান এক্সিলেন্স ইন টেকনোলজির মতোই আমরা সারাজীবন বেস্ট কোয়ালিটির পণ্য ক্রেতাদের দিতে চাই।’  


সাদেক হোসেইন বলেন, ‘আমি আগামী বছর প্রথম স্থান অর্জনের লক্ষ্যে কাজ করবো। আমার টার্গেট চট্টগ্রাম তথা সারাদেশের প্রতিটি ঘরে ভিসতা পণ্য পৌঁছে দেওয়া। ভিসতাকে আমরা ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষে দেখতে চাই।’ ভিসতা ম্যানেজমেন্টকে তিনি দেশের সেরা টিম হিসেবে উল্লেখ করে বলেন, ‘এ বছর ভিসতার অগ্রযাত্রা আরো বেগবান হবে।’ 

হানিফুর রহমান বলেন, ‘আমি ভিসতা ইলেকট্রনিক্সের একজন কর্মযোদ্ধা। অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানে যোগদান করেও পুরস্কৃত হয়েছি। আগামীতে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করছি। ভিসতার দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী পরিচালনা পর্ষদের কারণে অতি দ্রুত আমরা বাজারে ব্যাপক সুনাম অর্জন করতে পেরেছি। তারা পণ্যের সেরামান নিশ্চিত করেছেন, ক্রেতারা সাদরে গ্রহণ করেছেন- এই দুটিই আমাদের সাফল্যের পেছনে প্রধান কারণ। ভিসতা দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’ 

পার্টনার্স মিট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসতা চেয়ারম্যান শামসুল আলম। বিজনেস স্ট্র্যাটেজি এবং ফিউচার বিজনেস প্ল্যান তুলে ধরেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। বক্তৃতা করেন কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, পরিচালক প্রকৌশলী মইনুল হক, ভিসতার নির্বাহী পরিচালক এবং সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান তানভীর রেজা জিহাদ প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিসতার উপদেষ্টা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মী এবং ভিসতা পরিবারের সদস্যরা। 


অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আরো বৃহৎ আকারে উৎপাদন কারখানা স্থাপন করছে ভিসতা। একটি প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। এ বছরই ভিসতা প্রোডাক্ট লাইনে যুক্ত হচ্ছে ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ডসহ বেশকিছু প্রযুক্তিপণ্য। এরইমধ্যে সেরা মানের পণ্য হিসেবে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি সারাদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে।  

সফলতার সঙ্গে দুই বছর পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ভিসতা ইলেকট্রনিক্স। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি কেক কাটা হয়।  ভিসতা পার্টনার্স মিটের শেষ পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com