মোংলায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি , : 28-09-2023

মোংলায়  নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

এলপিজি নিয়ে মোংলায় আসা একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে সহকারী ইঞ্জিন চালক (গ্রিজার) জাবের আহমেদ নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪ টায় বন্দরের নির্মানাধীন সাইফপোট জেটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটি এলাকায় নিখোঁজ হয় জাবের আহমেদ। 

মোংলা ফায়ার সার্ভিস( ইপিজেড) এর স্টেশন অফিসার আরদেশ আলী এই তথ্য নিশ্চিত করেন।

আরশেদ আলী বলেন, 'মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি খালাস করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হয়। খুঁজে না পেয়ে তারা মোংলার কোস্টগার্ডের ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এর পর নিখোঁজোর ৫০ ঘন্টা পর ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরি দল জাবের আহমেদের লাশ উদ্ধার করে।' 

আরশেদ আলী জানান, জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com